ক্রেমলিনের দাবী: আসাদ ও তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ ও রাশিয়ায় আটকে রাখার খবর মিথ্যা
- By Jamini Roy --
- 24 December, 2024
ক্রেমলিন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার স্ত্রী আসমা আসাদের বিবাহবিচ্ছেদ এবং রাশিয়ায় আটকে রাখার খবর মিথ্যা বলে দাবি করেছে। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "এই প্রতিবেদনগুলোর কোন সত্যতা নেই।" পেসকভের এই বক্তব্যের পর থেকে আন্তর্জাতিক মিডিয়ায় সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার ঝড় ওঠে।
এখন পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, সিরিয়ার রাজধানী দামেস্ক বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আসাদ পরিবার রাশিয়ায় আশ্রয় নিয়েছে। তুর্কি এবং আরবি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, আসমা আল-আসাদ মস্কোতে গিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এবং আসাদ নিজে রাশিয়ায় আটকে রয়েছেন।
পেসকভ আরও বলেছেন, "আসাদ মস্কোতে আটক এবং তার সম্পদ জব্দ করা হয়েছে—এমন প্রতিবেদনও ভিত্তিহীন।" এই ধরনের দাবি যেগুলোর সত্যতা ছিল না, তা গণমাধ্যমে প্রচারিত হওয়ায় ক্রেমলিন এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, আসমা আল-আসাদ ১৯৭৫ সালে লন্ডনে সিরীয় বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি শৈশব থেকে বেড়ে উঠেন যুক্তরাজ্যে। ২০০০ সালে সিরিয়ায় আসার পর বাশার আল-আসাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর আসাদের ক্ষমতায় আসার পর, ২৪ বছর ধরে সিরিয়ায় এক শক্তিশালী শাসন ব্যবস্থা চালান।
৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সহ অন্যান্য গোষ্ঠী আক্রমণ শুরু করলে, প্রেসিডেন্ট আসাদ রাশিয়ায় আশ্রয় নেন। এ সময় সিরিয়ার পরিস্থিতি তীব্র হয়ে ওঠে এবং আসাদ রাশিয়ার হামিমিম বিমানঘাঁটিতে চলে যান।
গত ১৬ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, "সিরিয়া থেকে আমার প্রস্থানের পরিকল্পনাও ছিল না। আমি দামেস্কে ছিলাম এবং দায়িত্ব পালন করছিলাম।" বিবৃতিতে আরও বলা হয়, দামেস্কের পতনের পর রাশিয়া আসাদকে নিরাপত্তা নিশ্চিত করতে দেশ থেকে সরিয়ে নেয়।
রাশিয়া আসাদকে আশ্রয় দিলেও, তার ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, আসাদের সম্পদ ও অর্থও জব্দ করা হয়েছে, যার মধ্যে ২৭০ কেজি স্বর্ণ, ২ বিলিয়ন ডলার এবং মস্কোতে ১৮টি অ্যাপার্টমেন্ট ছিল।
বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকে রাশিয়ায় আশ্রয় দেয়নি রুশ কর্তৃপক্ষ। তার অনুরোধ এখনও বিবেচনাধীন বলে কিছু মিডিয়া জানিয়েছে। সৌদি এবং তুর্কি মিডিয়ার খবর অনুযায়ী, মাহের আল-আসাদ ও তার পরিবার বর্তমানে রাশিয়ায় গৃহবন্দি।